It is better not to take pills before having your first child.

  It is better not to take pills before having your first child.

(প্রথম সন্তান নেয়ার আগে পিল না খাওয়াই ভালো।)




It is better not to take pills before having your first child. That could cause severe problems in childbirth later. 


Taking pills for a long time after a child can lead to complications in having a child. Consuming pills can also lead 


to various physical problems including weight gain.

Benefits of taking pills:

*Pills have many benefits along with birth control. As:

* Those who have irregular periods, they have regular periods.

 *Inflammation of abdominal, certain breast diseases, cyst etc can be prevented by taking pills.

*Taking pills does not cause any problem in taking period-free leave or fasting for one month continuously during Ramadan.

*Regular use of pills reduces chances of ovarian cyst, anaemia, arthritis, atopic pregnancy, genital inflammatory diseases etc.

*for those who have acne problems

Oral contraceptive pills are useful.

প্রথম  সন্তান নেয়ার আগে পিল না খাওয়াই ভালো। তাতে পরবর্তীতে সন্তান ধারণে মারাত্মক সমস্যা হতে পারে। একটি সন্তানের পর দীর্ঘদিন পিল খেলে পরবর্তীতেও সন্তান ধারণে জটিলতা দেখা দিতে পারে। এছাড়াও ওজন বেড়ে যাওয়া সহ নানা রকম শারীরিক সমস্যার উপসর্গ দেখা দিতে পারে পিল সেবনে।


পিল  খাওয়ার সুবিধা:

জন্মনিয়ন্ত্রণের পাশাপাশি পিলের নানা সুবিধা রয়েছে। যেমন:

*যাদের অনিয়মিত পিরিয়ড, তাদের পিরিয়ড নিয়মিত হয়।

*তলপেটের প্রদাহ, ব্রেস্টের কিছু রোগ, সিস্ট ইত্যাদি পিল গ্রহণের মাধ্যমে প্রতিরোধ করা যায়।

* পিল গ্রহণের মাধ্যমে পিরিয়ডবিহীন ছুটি কাটানো অথবা রমজান মাসে টানা একমাস রোজা রাখায় কোন সমস্যার সৃষ্টি হয় না।

*নিয়মিত পিল ব্যবহারে ওভারিয়ান সিস্ট, অ্যানিমিয়া, আর্থ্রাইটিস, এটোপিক প্রেগনেন্সি, যৌনাঙ্গে প্রদাহজনিত রোগ ইত্যাদির সম্ভবনাকে কমিয়ে দেয়।

*যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য

 ওরাল কনট্রাসেপটিভ পিল উপকারী।(collected from internet)

Post a Comment

Previous Post Next Post