How much does women's body smell attractive to men?

 How much does women's body smell attractive to men?

(নারীদের দেহের ঘ্রাণ পুরুষকে কতটা আকর্ষণ করে)



How much does women's body smell attractive to men? What is the role of body smell in liking someone? A man is attracted to the smell of some women. Again don't get attracted to the smell of others.

Scientists have tested several women's armpit scent samples at Barn University. Where some men are allowed to smell those samples. They express their opinions on how attractive each knee is.
Researchers have tried to understand why certain women are attractive to most men. They are assuming that this attraction depends on the levels of women's hormone. This attraction is caused by high levels of estradio and low levels of progression.
Scientists say it shows that fertility can be measured by smell.


নারীদের দেহের ঘ্রাণ পুরুষকে কতটা আকর্ষণ করে? কাউকে পছন্দ করার পেছনে তার শরীরের ঘ্রাণের ভূমিকা কতটুকু? একজন পুরুষ কিছু নারীর গায়ের ঘ্রাণে আকৃষ্ট হন। আবার অন্যদের গায়ের ঘ্রাণে আকর্ষিত হন না।

বিজ্ঞানীরা বেশ কিছু নারীর বগলের ঘ্রাণের নমুনা পরীক্ষা করেছেন বার্ন বিশ্ববিদ্যালয়ে। যেখানে কয়েকজন পুরুষকে ওই নমুনাগুলো শুঁকতে দেয়া হয়। প্রতিটি নতুমনা কতটা আকর্ষণীয় সে বিষয়ে নিজেদের মতামত জানান তারা।

বিশেষ কয়েকজন নারী কেন অধিকাংশ পুরুষের কাছেই আকর্ষণীয়, তা বোঝার চেষ্টা করেছেন গবেষকরা। নারীদের হরমোনের মাত্রার ওপর এই আকর্ষণের বিষয়টি নির্ভর করে বলে ধারণা করছেন তারা। উঁচু মাত্রায় এস্ট্রাডিওল ও নিম্ন মাত্রায় প্রোগেস্টেরোনের কারণে এই আকর্ষণ তৈরি হয়।
বিজ্ঞানীরা বলছেন, এর মাধ্যমে বোঝা যায় যে ঘ্রাণের মাধ্যমে উর্বরতাও পরিমাপ করা সম্ভব।(collected)

Post a Comment

Previous Post Next Post