Love of Bengali Women
বাঙালি নারীর ভালোবাসা
বিয়ের পরে কি বেড়ে যায় বাঙালি মহিলাদের ভালবাসার খিদে? জেনে নিন
বিয়ের পর কেমন হয় বাঙালি মহিলাদের জীবন? তাঁদের ভালবাসার খিদে, বা আরও সুনির্দিষ্টভাবে বললে, যৌন চাহিদা কি তাঁদের অবিবাহিত জীবনের থেকে কিছু বাড়ে, বা কমে?
শুধু বাঙালি মহিলা বলে নয়, সমীক্ষা জানাচ্ছে, বিযের পর বৃদ্ধি পায় মহিলাদের শারীরিক ভালবাসার চাহিদা। ‘পার্সোনালিটি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হচ্ছে, ২৭ থেকে ৪৫ বছর বয়সি বিবাহিত মহিলারা তাঁদের যৌন জীবনে শুধু যে অধিকতর সক্রিয় তা-ই নয়, তাঁদের যৌন ফ্যান্টাসিগুলিও অল্পবয়সি অবিবাহিত মহিলাদের থেকে অনেক বেশি তীব্র। কিন্তু এমনটা হওয়ার কারণ কী?
ওই একই গবেষণাপত্রে দাবি করা হচ্ছে, এই প্রশ্নের উত্তর নিহিত রয়েছে মানবসভ্যতার ইতিহাসে। আদিম মানবসমাজে বিভিন্ন রোগব্যাধি, যুদ্ধ, অনাহার ও প্রাকৃতিক দু্র্যোগে অজস্র শিশুর মৃত্যু দেখতে দেখতে বড় হতে হত মেয়েদের। ফলে অল্পবয়স থেকেই যত বেশি সম্ভব শিশুর জন্ম দিয়ে এই শিশুমৃত্যুর ক্ষতিপূরণের একটা বাসনা তৈরি হত মেয়েদের মনে। এই মনোভাবের রেশ আধুনিক যুগের মহিলাদের মনেও রয়ে গিয়েছে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের সন্তানধারণের ক্ষমতা হ্রাস পায়। ফলে সেক্ষেত্রে বাড়াতে হয় যৌনক্রিয়ার পরিমাণ।
বাঙালি মহিলাদের ক্ষেত্রে এই নিয়মের ব্যতিক্রম ঘটে না। বরং মনস্তাত্ত্বিক সুধীর কাকর ও ক্যাথারিনা কাকরের‘দা ইন্ডিয়ানস: পোর্ট্রেট অফ আ পিপল’ গ্রন্থে বলা হচ্ছে, সাধারণভাবে ভারতীয় দাম্পত্য জীবনে এখনও বহুলাংশে সন্তানলাভকেই যৌনতার প্রধান লক্ষ্য বলে মনে করা হয়। ফলে সন্তান জন্ম নেওয়ার পরে ভারতীয় দম্পতিদের স্বাভাবিক যৌন জীবনে একটা ভাটা আসে। যৌনতার অভাব বাঙালি ও ভারতীয় মহিলাদের মধ্যে যৌন তাড়নার বৃদ্ধি ঘটায় বলেই মনে করছেন মনস্তাত্ত্বিকরা। স্বাভাবিকভাবেই, বিয়ের পরে বেড়ে যায় বাঙালি মহিলাদের ভালবাসারা চাহিদা।
Love of Bengali Women
Bengali women's hunger for love increases after marriage? find out
How is the life of Bengali women after marriage? Does their hunger for love, or more specifically, sexual desire increase, or decrease, from their single life?
Not only because of Bengali women, the study says, women's need for physical love increases after marriage. According to a research paper published in 'Personality and Individual Differences', married women between the ages of 27 and 45 are not only more active in their sex lives, but their sexual fantasies are also much more intense than younger single women. But what is the reason for this?
The same research paper claims that the answer to this question lies in the history of human civilization. In the primitive human society, girls had to grow up to see the death of countless children due to various diseases, wars, starvation and natural disasters. As a result, a desire was created in the minds of girls to compensate for this infant mortality by giving birth to as many children as possible from a young age. Remnants of this attitude have remained in the minds of modern women. But with age, women's fertility decreases. As a result, in that case, the amount of sexual activity has to be increased.
Bengali women are no exception to this rule. Rather, psychologists Sudhir Kakar and Katharina Kakar's book 'The Indians: Portrait of a People' states that procreation is still largely considered the main goal of sex in Indian marriages. As a result, after the birth of a child, there is a lull in the normal sex life of Indian couples. Psychologists believe that lack of sex leads to increased sexual harassment among Bengali and Indian women. Naturally, Bengali women's love needs increase after marriage.(collected from Internet)

