সবসময় টাইট ব্রা পড়ে আছেন?
সবসময় টাইট ব্রা পড়ে আছেন। এটা একটু অস্বস্তির বৈকি! ব্রায়ের হুক, স্ট্র্যাপ পিঠে ও কাঁধে সবসময় চেপে বসে থাকলে তা সমস্যার কারণ হয়। ত্বকে নানারকম ক্ষত, ইরিটেশন, চুলকানিও আপনি অনুভব করবেন ২৪ ঘণ্টা ব্রা পড়ে থাকলে। আর ২৪ ঘণ্টা ব্রা পড়ে থাকা আপনার স্তনের শেপকে ঠিক রাখতে পারে না। কিন্তু ওই ২৪ ঘণ্টা টানা ব্রা পরে থাকা আপনাকে আরও অনেক বড় বড় সমস্যার মুখোমুখি করিয়ে দিতে পারে।
যেকোনো অন্তর্বাসই আপনার শরীরের ওই অংশে রক্ত চলাচলে সমস্যা সৃষ্টি করতে পারে। টাইট অন্তর্বাস যে রক্ত সঞ্চালনে বাধা দেয়—এ কথা ডাক্তাররা হামেশাই বলে থাকেন। ব্রাও তার ব্যাতিক্রম নয়। তাছাড়া রাতে ব্রা পড়ে থাকলে স্তনের চারপাশের পেশী ও স্নায়ুর ক্ষতি করতে পারে। ব্রেস্ট টিস্যুকেও ক্ষতিগ্রস্ত করে রাতে ব্রা পরে ঘুমানোর অভ্যেস।
Always wearing a tight bra
Always wearing a tight bra. It's a little uncomfortable! Bra hooks, straps always press on the back and shoulders causing problems. You will feel various wounds, irritation, itching on the skin if you wear the bra for 24 hours. And wearing a bra for 24 hours can't keep your breast shape right. But wearing a bra for 24 hours a day can lead to much bigger problems.
Any underwear can cause problems with blood circulation in that part of your body. Doctors often say that tight underwear restricts blood circulation. Brow is no exception. Moreover, wearing a bra at night can damage the muscles and nerves around the breast. The habit of sleeping in a bra at night also damages the breast tissue.(collected from internet)

