Partner in another city? Top 10 tips to keep the relationship intact.

 

Partner in another city? Top 10 tips to keep the relationship intact

 

  • সঙ্গী বা সঙ্গিনী অন্য শহরে? সম্পর্ক অটুট রাখার স্পেশাল   ১০টি টিপস


 


সব সময় তো আর ভালবাসার মানুষ কাছে থাকেন না। কর্মসূত্রে অনেককেই অন্য শহরে বা অন্য দেশে থাকতে হয়। এই সব ক্ষেত্রে সম্পর্ক মসৃণ রাখতে বিশেষ যত্নের প্রয়োজন।

ভালবাসার মানুষ যত দূরেই থাকুক না কেন, সম্পর্কের দিক থেকে যেন দূরে না চলে যায়। চোখের আড়াল মানেই যে মনের আড়াল নয়, এটা প্রতি মুহূর্তে বোঝাতে হয়। নাহলে সম্পর্কে শীতলতা আসতে পারে।

যাঁদের সঙ্গী বা সঙ্গিনী দূরে থাকেন, তাঁরা কীভাবে কাছে না থেকেও সম্পর্ক অটুট রাখবেন, তার জন্য রইল ১০টি টিপস—

১) স্মার্টফোন না থাকলে চটপট কিনে ফেলুন। কারণ হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, হ্যাংআউট, ভাইবার এবং স্কাইপি ছাড়া আপনার এক মুহূর্ত চলবে না। এই সবক’টা অ্যাপ ডাউনলোড করে ফেলুন।

২) যাঁরা বাড়িতে থাকেন বা বাড়ি থেকে কাজ করেন তাঁরা বাড়ির ডেস্কটপে বা ল্যাপটপে সারাদিন অনলাইন থাকুন। চেষ্টা করুন দিনে তিনবার স্কাইপিতে ভিডিও চ্যাট করতে। সম্ভব না হলে দিনে অন্তত একবার অবশ্যই চ্যাট করবেন।

৩) যখনই স্কাইপিতে আসবেন, সেজেগুজে ফিটফাট থাকবেন। শোকে মূহ্যমান হয়ে থাকলে তা সম্পর্কে নেগেটিভ ভাইব ছড়ায়। সব সময় সঙ্গীর কাছে আকর্ষণীয় থাকুন।

৪) পার্টনারের কাজের সময়ে তাঁকে যখন-তখন ফোন করবেন না। খুব মিস করলে টেক্সট করুন বা হোয়াটসঅ্যাপ করুন। তিনি বিদেশ-বিভুঁইয়ে কোন পরিস্থিতিতে আছেন তা তো জানেন না। অতিরিক্ত পজেসিভ হবেন না। হলেই বরং বিপদ।

৫) সঙ্গী বা সঙ্গিনীর উপর বিশ্বাস রাখুন। বিশ্বাস না থাকলে কোনও সম্পর্ক টিকতে পারে না। তিনি যদি বিশ্বাস ভাঙার মতো কোনও কাজ করেন তবে এক সময়ে জানতে ঠিকই পারবেন। অকারণ এই নিয়ে ভাবলে এবং সন্দেহ করলেই বরং তিনি দূরে সরে যাবেন এবং আপনার আশঙ্কাই সত্যি হয়ে উঠবে।

৬) দূরে থাকলেও যৌনজীবন অটুট রাখা যায়। ফোন সেক্স বা স্কাইপি সেক্সের মাধ্যমে বহু দম্পতিই দূরে থেকেও পরস্পরের কাছাকাছি থাকেন। তবে সঙ্গী বা সঙ্গিনী যদি এতে অস্বস্তি বোধ করেন তবে তাঁকে জোর করবেন না।

৭) দূরে থাকা ভালবাসার মানুষকে মাঝে-মধ্যে সারপ্রাইজ দেবেন, বিশেষ উপহার পাঠিয়ে। এতে সম্পর্কের উন্মাদনাটা বজায় থাকে।

৮) ভিনদেশে আপনার পার্টনারের কোনও বন্ধু বা বান্ধবী হতে পারে। সেই সম্পর্ক কতটা গভীরে গড়াবে সেটা দূরে বসে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। করার চেষ্টাও করবেন না। বরং উলটোটা করুন। পার্টনারকে উৎসাহ দিন নতুন বন্ধুর সঙ্গে ভাল সময় কাটাতে আর নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। ন্যাগিং নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করবে আপনার আত্মবিশ্বাস।

৯) বছরে অন্তত একবার পার্টনারের কাছে ছুটি কাটাতে যান। তিনি বিদেশে থাকলে একটু কঠিন বটে। চেষ্টা করুন সেইমতো সেভিংস করতে। আপনি যে তাঁর কাছে যেতে চান, সেটা তাঁকে বোঝান। দেশের মধ্যেই অন্য শহরে থাকলে দু’মাস ছাড়াই চলে যান দু’তিনদিনের জন্য।

১০) সঙ্গীকে যে মিস করছেন সেটা নিজের ফেসবুক স্টেটাসে লিখুন মাঝে-মধ্যে। দু’জনের পুরনো ছবি পোস্ট করুন সঙ্গীকে ট্যাগ করে। এতে দু’রকম লাভ। সঙ্গীকে জানানো হল যে আপনি দূরে থেকেও তাঁকে কতটা ভালবাসেন। পাশাপাশি নতুন জায়গায় তাঁর যে যে নতুন বন্ধু হয়েছে, তাঁদেরকেও জানিয়ে দেওয়া হল আপনার উপস্থিতির কথা।



Partner in another city? 10 tips to keep the relationship intact


Loved ones are not always around. Many have to live in other cities or countries for work. In all these cases special care is needed to keep the relationship smooth.

No matter how far the loved one is, don't go away from the relationship. It must be understood every moment that hiding from the eyes does not mean hiding from the mind. Otherwise there may be coldness in the relationship.

Here are 10 tips for those whose partner lives far away, how to keep the relationship intact even if they are not close -

1) If you don't have a smartphone, buy it quickly. Because you can't go a single moment without WhatsApp, Facebook Messenger, Hangouts, Viber and Skype. Download all these apps.

2) Those who stay at home or work from home stay online all day on their home desktop or laptop. Try video chatting on Skype three times a day. If not possible, chat at least once a day.

3) Whenever you come to Skype, you will always be fit. A negative vibe is spread about grief if it is significant. Always be attractive to your partner.

4) Don't call your partner every now and then during his work hours. Text or WhatsApp if you miss it a lot. He does not know what situation he is in abroad. Don't be overly possessive. If so, it's a danger.

5) Have faith in your partner. No relationship can survive without trust. If he does something to break the trust, he will know at some point. Just thinking and doubting this for no reason will make him move away and your fears will come true.

6) Sex life can be kept intact even if you are far away. Many couples stay close to each other even from a distance through phone sex or Skype sex. But if the partner feels uncomfortable with it, do not force him or her.

7) Surprise loved ones who are away from time to time by sending special gifts. It keeps the frenzy of the relationship going.

8) Your partner may have a friend or girlfriend abroad. It is not possible to control how deep that relationship will develop. Don't even try. Instead, do the opposite. Encourage your partner to have a good time with your new friend and maintain your individuality. Not nagging, your confidence will help sustain the relationship.

9) Go on a holiday with your partner at least once a year. It is a bit difficult if he is abroad. Try to save like that. Explain to him that you want to go to him. If you are in another city within the country, leave for two or three days without two months.

10) Sometimes write in your Facebook status that you are missing your partner. Post old photos of the two of you tagging your partner. It has two benefits. Let your partner know how much you love them from a distance. Besides, the new friends he has made in the new place are also informed about your presence.( Collect from internet)

Post a Comment

Previous Post Next Post